বালাগঞ্জ প্রতিনিধি :: ওসমানীনগরের খাদিমপুর নছিব উল্লা বহুমূখী উচ্চ বিদ্যালয় ও রুপালী ব্যাংক লি: শিওর ক্যাশের এডুকেশন পেমেন্ট সিস্টেমের মধ্যে এক যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে রুপালী ব্যাংক শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীরা যাবতীয় ফি খুব সহজে প্রদান করতে পারবেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী হুসাইন আহমদ ছইলের সভাপতিত্বে রোববার দুপুরে স্কুল মিলনায়তনে এক সভা অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংকের সিলেট অঞ্চল প্রধান ও ডিজি এম মো: নোমান মিয়া, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ব্যাংকের খাদিমপুর শাখার ব্যবস্থাপক জাকারিয়া হুসাইন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ব্যাংকের শিউর ক্যাশের এক্সিকিউটিভ ম্যানেজার তরুণ কান্তি। এছাড়া অনুষ্টানে ব্যাংকের কর্মকর্তা, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্টানে বক্তারা বলেন, চুক্তি স্বাক্ষরের মাধ্যমে খাদিমপুর নছিব উল্লা বহুমূখী উচ্চ বিদ্যালয় ডিজিটালাইজড প্রক্রিয়ার একটি ধাপ অতিক্রম করলো।