বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়া পশ্চিম চান্দশীরকাপন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৩০ বছর পূর্তি পালন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে সায়েফ আহমদ সায়েক’কে সভাপতি, জুয়েল আহমদ’কে সাধারণ সম্পাদক ও কয়ছর আহমদ হুমায়ূন’কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
গ্রামের প্রবীন মুরব্বী ফারুক মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ফুটবলার আলা উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আঙ্গুর মিয়া, রাজনীতিবীদ জসিম উদ্দিন জুনেদ, সংগঠক ছাদেক মিয়া, তোফায়েল আহমদ, নুরুল খান, নুনু মিয়া, নিজাম উদ্দিন।