বিশ্বনাথনিউজ২৪:: বিশ্বনাথে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের বিআরডিবি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিলেট জেলার নবাগত জেলা প্রশাসক নূমেরী জামান।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাব পরাগ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, উপজেলা প্রকৌশলী এম কে আনোয়ার হোসেন, কৃষি অফিসার আলীনূর রহমান, শিক্ষা অফিসার মুহি উদ্দিন আহমদ, মাধ্যমিক কর্মকর্তা সমীর কান্তি দেব, মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, সমাজসেবা কর্মকতা আবু ইউসুফ, আনসার বিডিবি কর্মকর্তা স্মৃতিরানী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা কৃঞ্চা রানী, সাব-রেজিষ্ট্রার খালেদ বিন আসাদ, পিআইও শফিক উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।