AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সৌদি আরবে একদিনে ৪৭ জনের শিরশ্ছেদ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ২ - ২০১৬ | ৬: ৩৭ অপরাহ্ণ

shir

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে একদিনে ৪৭ জনকে কতল (শিরশ্ছেদ) করেছে সৌদি আরব। স্থানীয় সময় শনিবার এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই খবরে বলা হয়, কতল হওয়া বেশির ভাগ লোকই ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে জঙ্গি সংগঠন আল-কায়েদার হামলার সঙ্গে যুক্ত ছিলেন।

দণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের একজন শিয়া ইমাম শেখ নিমর আল নিমর। সরকারবিরোধী বিক্ষোভের কারণে গত বছরের অক্টোবরেই তাঁর মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করা হয়েছিল। তাঁর দণ্ডাদেশ কার্যকর না করতে সৌদিকে সতর্ক করেছিল ইরান।

৪৭ জনকে কতলের বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। সেই বিজ্ঞপ্তির বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, মন্ত্রণালয় সন্ত্রাসবিরোধী বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে কতল হওয়া ৪৭ জনের নাম প্রচার করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কতল হওয়া দুজনের মধ্যে এক মিসরীয় ও শাদের এক নাগরিক রয়েছেন। এতে আরো জানানো হয়, ৪৭ জনের মধ্যে আল-কায়েদার শীর্ষ নেতা আল-জাহানি রয়েছেন। তাঁকে ২০০৪ সালে আটক করা হয়েছিল।

আরো সংবাদ