AM-ACCOUNTANCY-SERVICES-BBB

গাজায় ফের সহিংসতায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিন্দা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১০ - ২০১৪ | ১২: ২২ পূর্বাহ্ণ

35801_u

গতকাল গাজায় ফের ইসরাইল ও হামাসের মধ্যে সহিংসতা শুরু হয়। ৩ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই গাজায় হামলা শুরু করে ইসরাইল। এ হামলায় ৫ ফিলিস্তিনি প্রাণ হারান ও মর্টার হামলায় ২ ইসরাইলি সেনা আহত হয়। ইসরাইলের দাবি, হামাসের রকেট হামলার জবাবেই এ পাল্টা-হামলা। জাতিসংঘ বলছে, বেসামরিক মানুষকে আরও ভোগান্তিতে ফেলার বিষয়টি ‘অসহনীয়’। যুক্তরাষ্ট্রও এ সহিংসতার নিন্দা জানিয়েছে ও সঙ্কট সমাধানে দুই দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরাইল ও হামাসের পদক্ষেপ নেয়া উচিত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। এদিকে হামাস যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পক্ষপাতী নয়। ইসরাইল হামাসের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ৪ সপ্তাহের সহিংসতায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের প্রায় সবাই বেসামরিক মানুষ এবং অধিকাংশই নারী ও শিশু। অন্যদিকে, ইসরাইলি পক্ষে সেনাসহ মাত্র ৬৭ জন নিহত হয়েছে। ইসরাইল ও ফিলিস্তিনকে যুদ্ধবিরতিতে সম্মত করাতে মধ্যস্থতা করছে মিশর। সর্বশেষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির ক্ষেত্রেও মিশর সফলভাবে মধ্যস্থতা করে। ইসরাইল ও ফিলিস্তিনকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে মিশর।

আরো সংবাদ