AM-ACCOUNTANCY-SERVICES-BBB

২হাজার মানুষের ১টি টিউবওয়েল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৫ - ২০১৪ | ১২: ১৭ পূর্বাহ্ণ

pic0

মনজুর আহমদ, গোয়াইনঘাট (সিলেট) থেকে : গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের সারীঘাট নয়াখেল গ্রামে ২হাজার মানুষের জন্য ১টি মাত্র টিউবওয়েল রয়েছে। এতে করে  ঐ গ্রামে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, নয়াখেল গ্রামের আব্দুল হাসিমের বাড়ীতে ১টি টিউবওয়েল আছে। আর ঐ বাড়ী থেকে প্রতিদিন সারী বদ্ধভাবে গ্রামের মানুষ পানি নিতে থাকে। এতে করে পানি গ্রহনকারী লোকদের মধ্যে  ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং বাড়ীর মালিক তা নিস্পত্তি করে  দেন। এই গ্রামে ছোট বড় মিলিয়ে প্রায় ২৫শত লোকজন বসবাস করে। ঐ গ্রামে অন্যান্য বাড়ীতে ৪/৫টি টিউবওয়েল থাকলে কোনটাতেই পানি উঠে না। এতে করে হাসিম মিয়ার বাড়ীতেই লোকজন বিশুদ্ধ পানির জন্য ভিড় জমান।

হাসিম মিয়ার ছেলে এম.সি কলেজের ছাত্র মখলিছ জানান গ্রামের মধ্যে ৪/৫টি টিউবওয়েল রয়েছে। তবে কোনটাতেই পানি উঠে না। আমাদের  বাড়ী থেকে লোকজন পানি নেয়। এতে আমরা খুশি। সরকার কিংবা কোন দানশীল ব্যক্তি আমাদের  গ্রামে কয়েকটি টিউবওয়েল দিলে অনেক ভাল হত।

আরো সংবাদ