AM-ACCOUNTANCY-SERVICES-BBB

তথ্যমন্ত্রীকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৯ - ২০১৪ | ৯: ৫৩ অপরাহ্ণ

Inu-unhappy-1

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : সিলেটে ছাত্রদলের পাঁচটি গ্রুপ পৃথকভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যে প্রতিবাদে বুধবার সিলেটে পৃথকভাবে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদলের পাঁচ গ্রুপ। সমাববেশ থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে নুরুল আলম সিদ্দিকী খালেদ গ্রুপ, আব্দুল আহাদ খান জামাল গ্রুপ, মাহবুবুল হক চৌধুরী গ্রুপ, আব্দুর রকিব গ্রুপ ও আহমদ চৌধুরী ফয়েজ গ্রুপ পৃথক পৃথক কর্মসূচি পালন করে।
জাতীয়তাবাদী ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মিছিল-সমাবেশ করে ছাত্রদলের জামাল গ্রুপ। তাদের মিছিলটি সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বারুতখানা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, হাসানুল হক ইনু ক্ষমতার মোহে এখন উম্মাদের মতো অসংলগ্ন কথা বলছেন। তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি যদি সরকারের একজন মন্ত্রীর বক্তব্য হয়, তাহলে এদেশের জনগন যে আর কতটুুক নিরাপদ তা বলার অপেক্ষা রাখে না। তিনি বলেন, ইনু এখন বুঝতে পারছেন তার প্রধানমন্ত্রী গডফাদারদের পছন্দ করেন, তাই তিনি এখন শেখ হাসিনাকে খুশি করতে গডফাদাদের মতোই কথা বলছেন। ‘নব্য গডফাদার’ ইনুকে সিলেটে অবাঞ্চিত ঘোষণা করা হল।
সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর বারী চৌধুরী খুর্শেদ এর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক আজিজুল হোসেন আজিজের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা ও মহানগর ছাত্রদল নেতা অর্পন ঘোষ, লিটন কুমার দাস নান্টু, আমিনুল ইসলাম সাজু, নুরুল ইসলাম, আবদুল কাইয়ুম, কাহের আহমেদ, ইমু চৌধুরী, হামিদ হোসেন, শাহ মুর্শেদ, বদরুল আজাদ রানান, আবু তাহের শিশু।
জামাল গ্রুপের মিছিল-সমাবেশে আরও বক্তব্য রাখেন, টিটন দেব, সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, রুহেল আহসান তালুকদার, জুয়েল মাহমুদ, লোকমান আহমদ, রানা আহমদ, ইব্রাহিম হোসেন, নুরু আহমদ, আবু আম্বিয়া, সাদিক শিকদার, মাকসুদ আলম, হাফিজুর রহমান, ফজলু মিয়া, জুয়েল আহমদ, দিপু মিয়া, হোসাইন আহমদ, শাহ আলম, শফিকুল ইসলাম রাসেল, শাহীন মিয়া, বাইন উদ্দিন, মামুনুর রশিদ সোহাগ, রনি মিয়া, আব্দুল মুকিত মুকুল, দিদার আহমদ, কাছন মিয়া, সজল মিয়া, খালিছ ুমিয়া, আশক আহমদ, আব্দুল মোতাকাবিবর সাকি, দেলওয়ার হোসেন, রাজ্জাক খান রাজ, ভুলন কান্তি তালুকদার, আবু ইয়ামিন চৌধুরী, ইমাম উদ্দিন রুজেল, জুবের আহমদ, শেখ শাহান তালুকদার, আব্দুস সালাম, শাহেদ আহমদ, লোকমান আহমদ, সুজন খান, ফখরুল ইসলাম, শেখ শামসুদ্দিন আহমদ, জাকির হোসেন, জাফরুল ইসলাম, সাজ্জাদ আহমদ শাহীন, শামীম আহমদ, ওলিউর রহমান, চৌধুরী সাকিব, হেলাল আহমদ মাসুম, এস.কে শাহীন, ছদরুল ইসলাম লোকমান, রাসেল আহমদ, নাঈম আহমদ, শায়েক আহমদ, শিপন আহমদ, কামরুল হাসান, নজরুল ইসলাম, সাবাজ মান্না, ইমরান হোসেন, জামিনুল ইসলাম জামি, হাসান মাশকুর চৌধুরী, সৈয়দ মিনহাজ, স্বপন আহমদ, মোহাম্মদ আলী রুবেল, এহসানুল রহমান পাপলু, দিপন দে, শিহাব আহমদ, জাহাঙ্গীর আলম, শাহান আহমদ, আবুল হোসাইন, স্বপন দেবনাথ, জিহাদুল ইসলাম, তানভির আহমদ খান, হাসান রেজা, জাফরান আহমদ, মিনহাজুল ইসলাম, আলমগীর হোসেন, খুরশেদ আলম, এনাম আহমদ, জাহিদুল ইসলাম, তোফায়েল আহমদ, শেখ নজরুল ইসলাম রেদওয়ান, ইমরান আহমদ, মামুন আহমদ, রিয়াদ আহমদ, মোস্তাক, রাজীব, সবুজ, মিলাদ, সেজু, জহুর মিয়া, ময়না মিয়া, সুমন, মুন্না, হৃদয়, আক্তার, সনি, এমরান প্রমুখ।26
একই ইস্যুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল এর উদ্যোগে একটি মিছিলটি নগরীর ধোপাদিঘীরপার থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্রনেতা রজব আহমদ এর সভাপতিত্বে ও আশরাফ উদ্দিন রুবেল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ও মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুর রকিব্ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর সুহিন, আহমেদ জিল্লু, আমিরুল ইসলাম সলিড, জাবেদ আহমদ, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন দিনার, মো. আলী চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, জাহিদ আহমদ, মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, আরাফাত রহমান, হিমু হোসেন, রাহেল আহমদ, খালেদ আহমদ, মো. আলম, তারেক আহমদ, ফয়জুল হক রাজু, এলিন শেখ, ফরহাদ আহমদ, শুভন রয় চৌধুরী, শেখ নয়ন, কায়েছ আহমদ, রাজন বাট, সাদ্দাম আহমদ, ময়নুল করিম, মুক্তার হোসেন, জুনেদ আহমদ চৌধুরী, ফাইম আহমেদ তোহা, সাকিব খাঁন, সায়মন চৌধুরী, মামুন আহমদ, শেখ আল মামুন রাজু, আরজু আহমদ, জুয়েল আহমদ, মো. শিপু, মুর্শেদ চৌধুরী, শাহেদ চৌধুরী, ছাদি আহমদ, তুষার আহমদ, আফিফ হাসান, সাগর, সাজু আহমদ, কাওছার আহমদ, তাজিম আহমদ, বাহার আহমদ, তানিম আহমদ, জুম্মান মিয়া, নজরুল ইসলাম, আলী মাহমুদ, মুক্তা আহমদ, ফয়েজ, রনি, অরুপ, হাসিন, একরামুল, সাঈদ, তারেক, এহিয়া, শিমুল, রিপন, তাকবির, আহমদ সুমন, রতন মজুমদার প্রমুখ।

আরো সংবাদ